নিবেদিত প্রেম নেই বিষন্ন গোহালে।
‘শুভক্ষণে অনায়াস তৃণভোজী প্রেম’,
সে খাতেও নরবলি নেয়া হতে পারে!
এ বিষম বিষন্নতার যুগ: তুমি আমি কারো কেউ নই!
আমাদের রূপ নেই, কায়া নেই,
প্রাকৃতিক ছায়া নেই, মায়া সেও মরেছে মৃতের!
অপরূপ যুবকের প্রেমে যে যুবতী মরেছে বারংবার,
তাকে আর বোঝাবার ভাষা নেই!
যে যুবক থিতু হতে খুঁজেছিল প্রেম,
আজ তার বাঁচবার আশা নেই!
এছাড়াও দেখুন: কবি প্রেমত্রয়ী
No Comments