অশান্ত সমুদ্রের দিকে পায়ে পায়ে
কেন হেঁটে যাব? অগভীর থেকে গভীর,
গভীর থেকে গভীরতর লোনা জলে,
একটু একটু করে
কেন আমি নেমে যাব স্বেচ্ছায়?
লোকে কেনো অযথাই নাম দেবে, ‘আত্মহনন!’
কেন নেব স্বেচ্ছা-বিদায়?
কেন চলে যাব ডাঙা থেকে লোনা জলে;
জল থেকে অচেনা অসীম শূন্যতায়?
‘অবরুদ্ধ আত্মা নিয়ে কি করে তোমার
বিসর্জনের বেদনাকে বুঝি!’ বড়জোর
এরকম পর তুমি হতে পারো!
কিছুদূর যেতে পারো সাথে?
নতুন জীবন পেতে, কিছু পথ, আরো যেতে বাকি।
লোকে যদি সঁপে দেয় বিসর্জনের ফুল,
ভেসে যদি যেতে হয় সাগরের কোলে,
ভেসে যেতে যেতে বলে যাব আমি,
‘করিনি আত্মহনন।’ অকারণে দিয়েছিলে
আত্ম বিসর্জন! অনুযোগে
‘শরৎ’কে ত্যাগ করেছিলে
কোনো এক সুবর্ণ বসন্তের লোভে!
দেখো আসছে বছর আমিও আসব আবার।
ফিরব দেবীর মতো নতুন প্রতিমায়।
এছাড়াও দেখুন: শ্মশানে আর কতকাল
No Comments