কঠিন সে লোহার গরাদ আমাদের মাঝে;
আমাদের এপার ওপার…
তুমিও যখন লোহার গরাদ ফুঁড়ে হাতই বাড়াও,
তুমিও যখন আঁকড়েই ধরো; মিশে যাওয়া শরীর মানেই বুঝি,
‘মাঝখানে লৌহের যুগ, যৌথ বিবাদ!’ ভালোবাসা বেড়ে গেলে
লোহার দেয়ালখানি বুকে বিঁধে যায়। ব্যথা পাই;
মুখ ফুটে কোনোদিন বলা হয় না।
মুখোমুখি আমাদের প্রেমে ব্যথা কিছু বিনিময় হোক!
তারপর যায় যদি ভিজে যাক চোখ!
খুব বেশী ভালোবাসা বুকে বিঁধে যেয়ে…
এরপর এফোঁড়-ওফোঁড়!
No Comments