তারা অত সাতে-পাঁচে নেই; ছাপোষা প্রেমিক তারা-
জ্বলছে আগুন-তাই পুড়ছেন!
রহস্য! শারলক, আপন শিশুরা বাড়ছেন হোমসে
শুদ্ধ শাইলক তুমুল বেগে-ই ছুটেছেন শালিশে নালিশে।
চব্বিশটি ঘণ্টা খোলা-
চায়ের দোকানে তুড়িতে ত্বড়িত সমাধান!
‘কালাপানি, ওখানে রত্নেরা রপ্তানি হোক!
এতো টিকটিকি রাখবো কোথায়?’
এইবার মুদ্রার
এপিঠ ওপিঠ নয় প্রেম-ই দেখান।
অযথা প্রলাপ না বকে প্রেমই দেখান।
তিন বেলা রুটি যারা ভালোবাসে,
কিছুটা সময় নিরিবিলি সময়কে ভালোবাসে যারা,
ভালোবাসে অনন্ত টেবিল-
বাঁধানো কাগজ…আনা-পাই পই পই
হিসাবি যারা নয়,
স্বস্তির স্বপন যারা আঁকে মনে মনে,
ওরা আজ সময়ের ‘ছাপোষা প্রেমিক’।
বুনো কথা শুনে তারা কখনোই কাঁদতে বসেনি ।
এছাড়াও দেখুন: ভুখ লাগছে
No Comments