কেউ তারে পারেনি ফেরাতে।
যে তরুণ প্রাণ জীবনের মুখোমুখি ছিল,
রূপ তার ভেসে গেল রূপকথা জলে।
ফেলে গেল মুঠো মুঠো ছাই।
আছে কিছু অবেলায় ফেলে যাওয়া কথা।
আর আছে নীড় ব্যবধান!
এ যাওয়াই শেষ যাওয়া নয়।
একদিন স্মৃতিটুকু ধুয়ে মুছে যাবে!
এছাড়াও দেখুন: তখনো আগুন জ্বলছিল
1 Comment