‘তোমাকে না পাওয়া’ ক্ষত আমৃত্যু সরব।
চোখ বুঁজে তোমাকে খোঁজার অভ্যাস গেলো না।
ভালোবাসা নাকি ভাসে? স্বপ্নের মতো!
ভালোবাসা নাকি বুকের কাপড়? আগলে আমি রাখি;
আলোর খোঁজে আত্মারা চোখ মেলে-
বোঁজে চোখ চৈতালী-দুপুরের ভীষণ বৈরিতায়।
কতদিন চশমাটা খুলে চোখ দেখা হয়নি আমার!
একান্ত আপন ওড়নার গন্ধ পাইনি কতদিন…
এছাড়াও দেখুন: ডাক পাঠালাম আগে
No Comments