ব্যপার তো-স্নায়বিক, ভা’য়া। ভালো-ই রয়েছে স্নায়ু: থৈ-থৈ সুখ ঘিরে আছে…
মাঝে মাঝে ঘুম আসে, মাঝে মাঝে আসে না!
সব কিছু ‘তুমি’ আর ‘আমি’ নির্ভর। নির্ভার কেউ নই; নির্ভরতাও মেকি-
একে যদি ‘ভালো’ বলো তুমি- ভালো; যদি বলো, ‘না’-বেশ
অথবা বলো না কিছুই! স্নায়ুর ভিতর এই
‘তুমি-আমি’ ঢুকে যাওয়া: ভালো?
তোমাকে তো জানি না; নয় আমাকে আমি-ও!
কেউ যদি ভুলে যায়, ভুলে যেতে চায়, ‘আমি’-টা তো রয়েছে পিছে-ই!
কী-ই-ই যে হবে! ‘তুমি’-টাও জিতছে না, ‘আমি’-টা তো রইল পড়েই…
No Comments