দিন কতক অন্ধকারে ঘুরে এলেই পারো; কেবল,
দুঃখী দুঃখী মুখ করে বসে থাকো…
‘কী কী পেলে না’ প্রতিদিনই হিসাব করে জানান দিচ্ছো।
জমা খরচের গতিপ্রকৃতি লিখছো, দোষারোপ করে
ভালো ভালো কানগুলো পঁচিয়ে তুলছো-
অথচ হামেশাই, তুমি যাদের কাছে যাচ্ছো তারা তাদের
ভুতুড়ে দুঃখগুলো মেলে ধরছে না, অপ্রাপ্তির তীব্র অনুযোগ
খুলে তোমায় বলছে না!
ওরা জানে,‘যে ডুবে আছে খুব পচে না গেলে সে আর
কখনোই ভাসবে না।’ ফলতঃ
তুমিও কেবল রঙিন ছবিগুলো দেখতে পাচ্ছো।
সাদা-কালো, রঙচটা, বিবর্ণগুলো আলাদা এ্যালবামে আছে।
সকলে ওগুলো ওভাবেই গুছিয়ে রাখে।
No Comments