মধ্যরাতে যুবতীর পাশে অন্তরাত্মা যেমন কাঁপে
সুপ্রিয় মধ্যরাত, তোমাকে মনে করে দিনশেষে আমিও তেমন-ই কাঁপি।
পাহাড় ডিঙানো ভালোবাসা পাহাড়কে ডিঙোতে বলে,
নিঃশব্দে বাড়াই পা
অটুট পায়ের গোড়ালিতে ভাঙন ধরাই না।
ভালোলাগা অমাবস্যার মতো রাতে ঘুরে আসি হাড়ের অলিগলি।
হৃদয়ের সবটুকু সুখ কেড়ে নিই একটু একটু করে,
তোমাকেই মনে পরে: বুকের জমিনে যখন–
কলের লাঙ্গলখানি চালাবার মতো– জো আসে।
মধ্যরাতে যুবতীর পাশে
এ সকল প্রকৃতই প্রেম নয়, এ কেবল ব্যস্ত থাকা।
আরো পড়ুন: আমার জগৎ খুঁজি
1 Comment