ছোট সুখ জমে জমে পর্বত প্রমাণ!
আমার বুকেতে ছুড়ে দিন; ব্যথা পাব না।
ছুড়ে দিন অবসাদ নয়, আশাবাদ।
প্রিয় আশাবাদ, বড়কষ্টে তোমাকে পাওয়া;
গল্পবাজ আমি রূপকথা সযত্নে শোনাই।
বিশ্বাস করুন,
আশাবাদ- বাস্তবে রূপে-গুণে একদিন মিলবেই।
নাও যদি থাকি, বলবেন সোনামনিদের,
‘রূপকথা রাজ্যটা স্বপ্নের মতো।
হতে পারে রূপকথা রূপক;
রূপক অলীক নয়, রূপক স্বপ্নের কথা বলে।
স্বপ্নের কথা বলা রূপকথা মিথ্যা নয়।’
বলবেন, ‘মূল্যবান মননে-
স্বপ্নের কথা বলা স্বপ্নবাজ আমি মিথ্যা বলি না।’
বিদায় নেবো, হয়তো সসম্মানে নয়; তবু
হয়ে গেলে পার অনেক স্বর্ণযুগ বলবেন,
‘বেশ কিছু শুভ শুভ স্মারক রেখে-
যেতে চাওয়া তোমাদের সোনামণি কাকু
তোমাদের ভালোবেসে সোনামণি-সোনামুখে
রেখে যেতে চেয়েছিল রূপকের রূপ।’
আরো পড়ুন: আকাশপটের বলাকা দুটি
2 Comments