চলতি পথে সঁপে দিয়ে অচলা জীবন
ট্রেন অচিনপুর ছাড়ালো।
তারপর পাল্টেছে পরিচয়। বাড়ির আঙিনায়
গাছে বাঁধা দোলনাটা ছিঁড়ে দেশান্তরে-
দেশান্তরের খেলা খেলেছি আমিও।
এরপর একদিন হারিয়েছি পথ।
হারালে পথ ডানায় থাকে না জোর।
নিজেকে হারিয়ে ডানা-ই তখন ভারী।
যে নিশানায় চোখ থাকে বোঁজা
কি-ই-বা দেবো নাম! আস্থা নাকি আশা?
সমানে যারা পালকি বয়
ওরাই আসল বেহারা, নবীন নয় মোটে।
‘এবারে এ পালা আমার নয়!’,
এর নাম কাকতাল। এর নাম পাশাখেলা।
বিষাদ বনের বুনো কাটাকুটি
আজও সমানে খেলা হয়। ও খেলাটা
আমি আর খেলি না এখন। আমি জানি,
‘বাছুরকে দুধ ছাড়ানো হলে মায়েরও কষ্ট হয়।’
এছাড়াও দেখুন: স্বেচ্ছামৃত্যুর দিনে
No Comments