‘বাহ্!
সভ্য হতে বেশ বেঁধেছো গলায় গলাবন্ধ!
কণ্ঠ থেকে স্বর বেরুবে কবে?’
প্রশ্ন ছিল
‘মনের জ্বালায় নিত্য যখন জ্বলো!
ঠিক বেঠিকের হিসাব হবে কবে?
তোমার থালা তোমায় দেবে কবে?’
হেলানো রোদ্দুর হয়ে ‘আলো’ আসবে;
মিঠেকড়া উত্তাপ সাথী করে ‘আলো’ আসবে;
একদিন জীবনের ‘নতুন আলো’ আসবেই…
– ‘আইবোই?
– হয় হয়, আর আইছে!
– হ, আইবোই! দেইখো মিয়া, দেইখ্যা লিও!’
No Comments