‘পাবলো নেরুদা ভালো লেখেননি’, একথা বলে
তাদের কেউ কেউ সেদিকে ফিরে-ও তাকাচ্ছে না।
কারন তারা নেরুদা পড়ে না, ব্যাস।
তারা বলছে, ‘বোঝানো যায়নি!’ তর্ক নেই,
কারন: যাদের যা ভালো বলে মনে হচ্ছে তাই ভালো,
যাকিছু মন্দ বলে মনে হচ্ছে, তাই মন্দ! তাদের বাইবেল
এখন তারা! এখানে ঈশ্বর বা ঈশ্বর পুত্রের কোন কথা
মৃত্যুর আগে টিকছে না!
তারাও কবিতা শোনে: যখন মাইক নিয়ে
কোন আবৃত্তিকার আবৃত্তি করতে করতে হেঁটে যান
আর তারা তাদের গমের ঝুড়িগুলো রাস্তায় শুকোতে
দেয়, তখন! তা যেন
এবার ঝুড়িগুলো উল্টে পাল্টে ঝারা দিলে
কবিতার বিদায় নেওয়া মাত্র তাদের
ভিয়েতনাম যুদ্ধ শেষ!
ইর্ষাকাতর এবং কর্তৃত্বকামীদের শ্র্রেফ যেতে বল;
দিনগুলো তাদের নয়।
No Comments