আকাশজুড়ে মেঘ করেছে সূর্য গেল কই,
মনের মাঝে ঝড় উঠেছে দুঃখে থৈ থৈ।
দ্বন্দ্ব দোলে দোলনা হয়ে পলক পড়ে পড়ে
চোখের ভাষায় কিসের আশায় বৃষ্টি ক’ফোঁট ঝড়ে?
আকাশজুড়ে মেঘ করেছে মেঘের মাঝে আলো
কবে হেলেন বলেছিলো তোমায় বাসি ভালো?
সব শবেদের এক ঠিকানা তীরন্দাজের সই
আকাশজুড়ে মেঘ করেছে কথার বাড়ি কই?
সাগর দেখে ডুবতে এসে নিলাম নিমন্ত্রণ,
সব পেয়েছির দেশে শুধু বিকিকিনির মন,
হাসতে হাসতে হারাতে হার, কণ্ঠ গেল চুরি
আমার মাঝে লুকিয়ে ছিলে তুমি।
মেঘের বেলা সকাল হলে মিথ্যে হৈ চৈ
আকাশজুড়ে মেঘ করেছে মেঘের স্বজন কই?
No Comments