এমন উড়নচন্ডীর কীইবা বর্তমান, কীইবা ভবিষ্যৎ?
চলেছে সময়ের ট্রেন; তাল মেলাতে কষ্ট হলেও
কখনোই থামবে না টাইম মেশিন।
আমার জন্য আছে মোটামুটি ধরনের ভ্রমণের প্লান।
যেন কেউ বলতে না পারেন
(এমনকি খোদ রবি ঠাকুরও নন),
‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া।’
এমন উড়নচন্ডীর কীইবা বর্তমান, কীইবা ভবিষ্যৎ?
চলছে জীবন যাচ্ছে সময়, আচ্ছা তবে আসি!
পড়লে মনে জেনো, ‘স্মৃতির পাতা হয় না কভু বাসি।’
নেই সুখ কি দুখের গল্প শোনার সুহৃদ,
চলছে জীবন তবু।
পাশ কাটিয়ে জীবন্ত তিক্ত অনুভূতি বলছি,
‘এই বেশ ভালো আছি; বেঁচে থাকলে,
আবারো অন্ন-বস্ত্র অন্বেষী হবো আগামীকাল।
কে আমার খাটিয়া কাঁধে শ্মশানঘাটে মুখ পোড়াবে:
সে হুতাশে চিন্তিত নই মোটে।
হয়তো আমি পায়ে হেঁটেই যাব।’
এছাড়াও দেখুন: হতো যারা চৈত্রে সুখী
2 Comments