অন্তত একবার যাচাই তো করে নাও: কেই-বা
তোমার জেদী ও-যূপকাষ্ঠে
স্বেচ্ছায় মাথা দিতে রাজি! (মরণের অনেক আগেই।)
কীভাবে তুমিও আত্মাকে হননের সাথে সাথে
খুনিও হবার মতো: স্বাধীনতা বরাবর হাতে পেয়ে যাও!
এইভাবে, হাত (ততোধিক পা-ও!) মুলত আবদ্ধ হবার পরই-
ঠিকঠাক বুঝে যাবে তুমি,
‘তোমাকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি-ই বহেমিয়ান।’
বেইমান! প্রতিশ্রুতি কেন-যেন বেইমান-ই হয়।
প্রিয়তমা হে!’
No Comments