মুগ্ধ হতে হ’লেও, আবর্জনাকে ছাড়িয়ে যেতে হবে…
খুব বেশী লোকালয়ে,
খুব ঘন বনে, লবন সাগরে,
অরণ্যে, গহণে
অথবা দূর্গম পবতের্র, শিখরে বা চূড়ায় নয়,
লোকালয় অথবা মানুষের
খুব কাছে নয়, অতি বেশী আড়ালেও নয়,
যেতে হবে ত্রিকাল কফিনে।
অথবা ইষৎ শীতল ডুবন্ত-সূর্যের কাছে তুমি যেতে পারো।
জেগে ওঠা শিখতে: যেতে পারো ভোরের কাছেও।
হায়, আজও আমি হাই তোলা থামাতেই বিছানায় যাই!
No Comments