এখনো মঙ্গল হয় মনসার বিষে;
মৃত্যু দুয়ার খোলে অবেলায়।
এখনো লহ্মীন্দর বেহুলাকে খোঁজে।
‘নিশ্ছিদ্র বাসরে কড়ে আঙুলের ছেঁদা’,
‘জীবনের কাড়াকাড়ি’, ‘দংশন’:
এখনো তেমনই আছে।
কোনো জন্মেই শীতল ছিল না ‘শাপ’।
এখনো প্রদীপ নিভে গেলে,
চিতা ভেলা ভাসে।
সে ভেলায় ভেসে ভেসে
বঁধুয়াও স্বর্গ আলয়ে যায়। শুধু
এখন আর ফেরে না লখাই!
এছাড়াও দেখুন: শোক
No Comments