অপেক্ষা! অপেক্ষা শুধু, রাত্রি রয়েছে অপেক্ষায়
একটি সকালের জন্য।
শিশিরের তৃষ্ণায়– উঠোন, উঠোনের জন্য
অপেক্ষায় আছে এক চিলতে রোদ্দুর। পথ চায়
কাঠফাটা রোদ, কখনো বা ছায়ার স্বপন;
সীমাহীন, অনন্ত, অসীম, অপেক্ষা, সফর এবং
একাকিত্বের অবসান হবে, অপেক্ষার
হবে ইতি, যদি রাত্রি মেশে সকালের গায়,
শিশির হারিয়ে যায়;
তৃষ্ণার্ত উঠোন রোদ্দুর নিয়ে খেলে ছোঁয়াছুয়ি খেলা।
ছায়ার বুকে সূর্য মেশানো স্পর্শ,
স্মৃতিচারণে একাকার হওয়া শিশির-শিশির বেদনা
আমার বুকেও বাঁজে;
আমার জন্য কোন বিরহীর মন অপেক্ষায় নেই কেন?
আরো পড়ুন: প্রবাসী অশ্রু
No Comments