বিগতযৌবন বলে যা কিছু বলেছিলে, তকমাটা আপাততঃ
তোলা থাক;
এতো আর গোল্লাছুট নয় চাইলেই গন্ডীতে বাঁধা যায়।
চাইলেই দূরে যেতে পারো;
যৌবন পৃথিবীর মতো
চাহিদা মাফিক নয়।
পৃথিবীর যুবাকালে যত পারো দেখে নাও রূপ-
এরকম
হয় না…
সব রূপ যুবকের নয়।
যে-যে আয়নায়
যে-যে রূপ কেউ দেখে, একই রূপ
সকলেই দেখে না!
নিমিষেই যে রকম ছবি তুমি আঁকো, এঁকে বলো,
“এ যুবক, এ পৌঢ়, অশীতিপর এবং বৃদ্ধ ”
আয়না তা কখনোই বলে না;
এরকম বলবার কিইবা কারণ আছে, যখন ভূমিই-
তথাকথিত অনেক যুবককে
জন্মবৃদ্ধের আগেই
বিদায় নিতে
দেখেছে! নাবালক,
ঠিক ঠিক
কাকেই-বা তুমি, শূন্য ও পূরণের মহাকাল বলো?
No Comments