যখন ব্যক্তি ‘ব্যক্তি’ হয়ে ওঠেনি এবং
আধুনিকায়নের আগে, প্রেম বলে কিছু ছিল কি!
‘আমাদের’ থেকে ‘আমাকে’ আলাদা করা যায়নি তখনো।
আত্মা থেকে শরীর, মানুষ থেকে জগত: প্রকাশ্যে
আলাদা হতে হতে, সমাজ ও রাজ্য ফুঁড়ে
রাষ্ট্রেরা একে একে উঁকি দিলো-
নব্য এ উঠানে রাষ্ট্রেরা ক্রমশঃই ব্যক্তিক হয়ে এলে।
একদিন তুমিও সম্পত্তি হয়ে গেলে…
1 Comment