সত্যি সত্যি একদিন কাউকেই চাইবো না পাশে।
অনেকটা পথ পাড়ি দিয়ে প্রবাল দ্বীপে
বিষল্য করবীর লতা খুঁজতে যাবো একাই।
পথের বাঁকে আড়চোখে, দেখবো না কখনো।
অবসাদ এলে কাউকেই বলবো না গান গাও।
অফুরন্ত অবসর পেলেও চাইবো না
কোনো প্রেয়সীর ছোঁয়া, সত্যি সত্যি একদিন…
ঘুমন্ত চোখ থেকে নিংড়ে নিয়ে ঘুম
ছুঁড়ে দেবো পৃথিবীর দিকে,
স্বপ্নেও, কড়া নেড়ে বলবো না আর খোল দ্বার।
তখনই আমার শুরু হবে মধ্যবিত্তের আশ্রয় থেকে।
দেখবে অবাক রোদের জ্বলন্ত দুপুর,
খুঁজে নিও পলাতক সুর।
জীবনের আলো সব একবারে নিভে গেলে,
ফুৎকার, চিৎকার হবে। বিবস হলেও কাঁধ,
কাঁধের এ ভারী বোঝা বয়ে নিও কিছুদূর
যদি হয় দয়া।
একা চলে যেতে যেতে তোমাদের কাঁটা,
পেছনের জমাট ঘৃণা ফেলে, চাইবে না ফিরে,
কোনো সাথী সাথে নেবে না।
কথা দিলাম চাইবো না ভালোবাসা আমি। পেছনে জমাট ঋণ ফেলে রেখে, চলে যাবো একা একদিন।
No Comments