এ মাসে এই নিয়ে এ আমার সপ্তম হার্ট-অ্যাটাক।
যদিও আমার জানামতে তিন বারের বেশি কারো
বাঁচার তথ্য নেই।
তবুও বেশ ক’বার চিমটি কেটে বুঝেছি,
আমি বেঁচেই আছি।
এ অনুভূি ত মিথ্যার ঝুঁড়িতে চাপা পড়ে যাবারই কথা।
কষ্ট করে হলেও উদ্ভট এ কথা বিশ্বাস করো,
সত্যিই এ মাসে এ আমার সপ্তম হার্ট-অ্যাটাক।
প্রতিদিন চৌরাস্তার মোড়ে আমাদের দেখা হয়
প্রেম প্রেম চোখে, আমি ভাবি আমি বুঝি বেঁচে নেই।
জমাট দুশ্চিন্তা, হাই ব্লাড-প্রেসার আমার নেই,
তবু সত্যিই কি নিদারুণ এই প্রেম প্রেম জ¦লা!
তোমার চোখে আমার অন্তরাত্মার কাঁপুনি দেখি,
বুকের ভেতর জমা ‘ভালোবাসি’ না বলার কষ্টটা, টের পাই।
আমাকে বারবার হার্ট-অ্যাটাকে বাধ্য কেন করো প্রেম ?
কোনো বাইপাস বা কৃত্রিম হার্ট, আমার কাম্য নয়।
বলো প্রেম কোথায় তুমি নেই?
তবে কি হার্ট-অ্যাটাকের ভয়াবহ জ¦লায়,
জ¦লতেই থাকবো জ¦লতেই থাকবো, অনন্তকাল !
এ মাসে এ নিয়ে আমার সপ্তম হার্ট-অ্যাটাক ?
আমি কি বেঁচে আছি ? পরীক্ষা প্রার্থনীয়।
আরও পড়ুন – >>> জীবন
No Comments