বিচিত্র মন তোমার,
এই বললে সূর্য ওঠে পুবে, এই বলছো সূর্য ডোবে ডোবে।
এখন দুপুর, বলেছিলে কিছু আগে;
আবার বলছো বেলা নাকি অস্তরাগে।
তুমি বললে, “সময়কে বুঝতে দিচ্ছি না,
দীর্ঘ নাকি অতি অল্প আয়ু নিয়ে এসেছিলে।”
আসলে,
তুমি পাশে থাকলে চোখের নিমেষ রাত্রি ভোর হয়
দুপুর নিমিষে রাত দুপর হয় ।
অপেক্ষার পালা হলে,
সকাল-সকাল সকাল হয় না যেন,
বিকেলগুলো ফিকে হয়ে আসতেও সময় নেয়।
পৃথিবীর বুকে এও এক রকমে বেশিক্ষণ বাঁচা!
তীব্র কষ্টের অনুভব নিয়ে
তীব্র নিঃসঙ্গতার সূর্দীঘ সময় চাই না আমার, ফিরে এসো
গোধূলির রেখা, সময় চাই না আমার তোমাকে চাই।
আরো পড়ুন: ঠোঁটের পদ্য
No Comments