আলাপ চলে ঠোঁটে ঠোঁটে,
সময় পেরোয় মোহে, ঘামের বিন্দু
শরীর মাখে ধীরে।
বিলাপ করে কাঁদতে থাকে অতীত,
একাকিত্বের বীজ
ঘুন ধরে যায় চিরে,
উচ্চারণে স্বজন ভোলে সুর।
সতীচ্ছেদে ফাটল ধরে, নীলাভ রঙের পর্দা,
আগুন নেভায় আগন্তুকে
এত্তবড় স্পর্ধা! সংস্কারের প্রলেপ ভুলে
শ্মশান ওঠে দুলে।
মেঘে মেঘে বেলা হলে
কেন তুমি আসবে না সব ঠোঁটে ? কোন কারণে,
শিল্প ভেবে শিল্পী কেন মাতবে না আর সূর্যস্নানে?
No Comments