বহু সাধনার ধন পড়েছিল কোনো এক আঙিনায়।
ছড়ানো মানিক যত
বাঁধা তাকে মায়ের মতো, সে কি চাট্টিখানি কথা!
ফেলে আসা আঙিনায় ছড়ানো সে স্মৃতির নিবাস-
পরবাসে এলোকেশী বনলতা মা হবার স্বপ্নে বিভোর।
রাত বারোটার প্রহর গোনার শেষে এলোচুল বিনি করে
স্মৃতি বিনিময়, সে কি চাট্টিখানি কথা!
শাড়ি ও চুড়ির জন্য নয়, ঘর কি বসতির জন্য নয়,
বনকুটিরের ডাকে বনলতা ছুটে যায় বনে।
সকালের সমস্ত শিশির দিয়ে যে সাগর
একদিন পূর্ণ হবে, সে সাগরে হবে সলিল সমাধি ওর-
সে আশায় কুড়োয় সে শিশির মানিক!
এমন মরণ সে কি চাট্টিখানি কথা!
এছাড়াও দেখুন: বিজয় তোরণে শব
No Comments