ভাত তো দিলুই না ফির গোসা হছু ক্যা?
ম্যালা আগে! শুরু করি শিশুকাল থন ভাত ভাত করি
শ্যাষম্যাষ কবি আজ কী শ্রম করিছু!
হায়রে! কত ভাত খায় রে মানুষ?
এক এক করি কবিতাগুলান পয়দা হছেক;
পার হছু কত মাঠো পথ। সব ভুলি গেলু!
কবিতা কি পঙ্গু ছাওয়া, লাচার পয়দায়েস-
কুনোদিন এক মুঠো ভাত দিবার না পারোগো বাপেক!
মনের খায়েশ, একখান ম্যাজের কাঠিত-
ডাইরি কতোক পুড়িয়া ধোঁয়া হয়া
কবিতা এলা উড়িয়া যদিবা যায়,
পঙ্গু পোলার দায় তাইতে কি হবি শ্যাষ অপয়া কবির!
কবিতার ম্যালা ঝক্কি বাহে।
লেখো, পড়ো, পড়িয়া শুনাও!
পড়িবার, শুনিবার অরুচি তোমরার
হ্যাংলার মতো উয়াগো কাছত যাও,
হাতে পায় ধরিয়া ফির ক্ষমা চাও!
কবিতার ম্যালা ঝক্কি বাহে!
ফসলের মাঠত কলম তবু সরিবার চাও,
সরো না ম্যাজের কাঠি। আহারে সোনার লাচার
এলা খাইবার পড়িবার না দেও না দ্যান,
এক কোণে পড়ি থাক কবিতা খাতাত! কাক-ও জ্বালায়!
কবি বাপ কবিতারে ক্যান ফির ডুবাও দরিয়ায়!
2 Comments