রকমারি চশমার গল্প বলি- হরেক রকম চশমা আছে
সাদাটে চশমা,
রঙিন চশমা,
টিনের চশমা।
পাওয়ারলেস চশমায় ধুলো-বালি,
চশমাটা সানগ্লাস হলে সে অতিবেগুনী রশ্মিও আটকায় ।
রঙিন চশমার রঙিলা দুনিয়ায়
টিনের চশমা পরে দেখি না কিছুই।
মুলতঃ চোখের দোষে
চোখ খুললে যায় না দেখা, বুঁজলে দেখি চমৎকার।
এসবের ঊর্ধ্বে খালি চোখে পরিষ্কার না দেখতে পেলে,
আসুন, চশমাতে মাইক্রোস্কোপ লাগিয়ে ভাইরাস দেখি।
এছাড়াও দেখুন: কলসি
No Comments