আকাশ নতমুখী; নতমুখী আকাশটা তার
নয়শত নিরানব্বইতম চুমু দিয়ে কেনা। জমিটুকু অকারণে
ফেলে গেছে সেও-
ফেলে গেছে বিদায়ের একমুখী মৃদু চুম্বন।
ওরকম চুম্বনে খুব কাঁপে অসহায় প্রকৃতির বুক।
হরিণীর মোহনীয় বেষ্টন ছিঁড়ে, বাঁচিয়েও একাধিক সুখ-
চুম্বনে নেশা তার আকাশ সমান গাঢ়
হবে না সে কোনোকালে!
‘অতোখানি জলভরা মেঘ’ হৃদয়ে আমার আছে কই?
‘থৈ থৈ জলভরা চোখ’ আকাশ যেমন করে
ছুঁয়ে দিতে পারে, অতোখানি ‘চুম্বন’ কেউ
চাইলেও ছুঁতে পারে না।
স্বপ্নের ঘোটকীও জানে,
‘কোনো ঘোড়া কোনোদিনই গোলাপের চেনেনি সুবাস।’
একরাশ গোলাপের ফুল চিবোতে চিবোতে সেও
বিছানো খড়ের, বিচালির-ই খুঁজেছিলো স্বাদ!
শিশির-যাত্রীর কাছে নক্ষত্র মানেও তাই ‘প্রিয় অপবাদ’।
চুম্বন মানেও তাই:
নয় কোনো অদেখা এন্ড্রোমিডা, বড়জোর ‘সকালের ঘাস’।
Excellent