আজ যদি জানো,
‘দীর্ঘ-নিশ্বাস ফুঁড়ে উড়ে যাওয়া পরিযায়ী শ্বাস
মরে পড়ে আছে!
‘মরুভূমি-বুক তার’ বালু এসে ঢেকে দিয়ে গেছে।’
নীথর পাখির দেহ
ছুঁয়ে তুমি: শোকে ডুবো না গো।
অতোখানি পোষ মানা নদী
কোনোকালে ছিলো না কবি-র!
আজ যদি জানো,
‘বিলাপের সুর শুনে নয়, সানাই শুনেই মুগ্ধতা নিয়ে
কবি এসে ফিরে চলে গেছে।
অভিযোগে অভিশাপ নয়, দিয়ে গেছে হৃদয়ের ঘ্রাণ:
এরকমও বুনোফুল হয়; সুগন্ধী বুকে তার নদী হয়ে
তুমি যেনো মোহে ডুবো না গো।
জেগে থাকা নদীগুলো মজা নয়, অনেক গভীর!
আমার যে চরপড়া গতিহীন নদী ।
স্রোতহীন তলকুঠুরিতে
খুঁজে পেতে অতোখানি স্রোত, ফুঁকে দিতে প্রাণ:
চোখ আর কতো জল দেবে!
No Comments