মাধবী তোমার চোখের দৃষ্টি দেয়ালে ঢাকা,
ঠিক যেন দূর্ভেদ্য চীনের প্রাচীর।
না, কোনো ডিনামাইট নেই আমাদের কাছে।
চোখ খুললেই দেখি বিরান বধ্যভূমি।
মাধবী তোমার দৃষ্টিতে আগের মতোন
ঈর্ষা নেই, না পাওয়ার যন্ত্রণা নেই,
আকুলতা নেই মোটে।
মাধবীর পূণ্যাত্মা প্রেয়সের প্রাচুর্যে ভুলেছে।
কে তুমি? কেওকারাডং, অবসরে হিমালয় ভেবে
তোমার কি লাভ? মাধবীর চিতা ছোঁবে কি রক্ত পলাশ?
সবাইকে কেন চুয়াল্লিশ তলার ওপর থেকে দেখো?
পর কেন ভাবো, ভাবো সীমাহীন সুখ
এনে দিতে পারে, তোমার-ই আপন আলয়।
এভাবে কি সুখী হওয়া যায়?
সবাইকে পাতালে ঠেলে নিজের পৃথিবীকে
এভাবে আপন করে নিতে, তুমি পারো না মাধবী।
দৃষ্টির এ দেয়াল, চোখে কি গো পড়েনি তোমার?
কখন ছড়িয়েছে আত্মায় হোয়ংহের নীল বিষ,
তুমি তা জানতেও পারোনি।
আরো পড়ুন: ভালোবাসা
No Comments