মাঝে মাঝে পত্র দিয়ো,
খোঁজখবরে আদান-প্রদান মিলিয়ে নিয়ো।
বাসতে যদি না চাও ভালো, না-ই বা ছুলে।
কিম্বা যদি মুখের আদল, অনেক অপছন্দ,
হঠাৎ যদি হয় মনে “সে এক গিরিখাদ মন্দ”
মন্দ করে-ই লিখলে না হয় চিঠি। জানতে যেন পারি,
আজ আমাদের কিছুই না থাক,
তবুও আছে লাখ জীবনের দ্বন্দ্ব।
দিলে দাও আগুন কাঁটা না দিলে নাই,
মশালের মত্ত আগুন যাক, যাক, যাক ছড়িয়ে
অবাক করা সীমার প্রাচীর দে দে দে গুড়িয়ে।
পদাঘাত বুকের পড়ে? শুষছে রুধির? যমপুরী আজ?
আছে দ্যাখ থুত্থড়ে সব বুড়োর দলে জোয়ান মরা।
আর সব জ্ঞানপাপীরা আকাল এলেও দেয় না সাড়া।
বসে কেউ দেখছে মজা, কেউ দ্যাখে টাকার থলি,
কেউ শক্তির মাতন দেখে কেউ হয় কালের বলি।
আর কিছু তত্ত্ববাগীশ কূটনীতিকের উৎপাতে,
মাছিপরা বাসিভাতও জোয়ার আনে জনসভায়।
দিলে দাও আগুন কাঁটা না দিলে নাই।
No Comments