লুটিয়ে পড়া সুখ মানে আজ মধ্যরাতের আলিঙ্গন।
সম্মানিত সুখ মানে আজ খণ্ডপ্রেমীর ভরণপোষণ।
সুখ মানে আজ হঠাৎ ছুয়ে ইচ্ছেমতো পালিয়ে যাওয়া,
সুখ মানে আজ হঠাৎ শুয়ে ইচ্ছে পাপীর সতীপনা।
প্রেমিকের তাই রুটিনমাফিক মিছিলে যেতে
ইচ্ছে করে না আর।
বড় বড় মানুষের দাপ্তরিক শ্লোগানগুলো, গৎবাঁধা বক্তৃতা
গ্রামোফোন রেকর্ডের নাকি সুর কান্না মনে হয়।
যদি অন্তর কাঁদে ঠিকঠাক,
ঠিকঠাক হাহাকাওে, স্পন্দনে, সত্যি সত্যি প্রেমে
কারো হৃদয় পর্যন্ত পৌঁছুতে চাও, ছুঁতে চাও হৃদয় –
তবেই তোমাদের সাথে আবারো মিছিলে যাবো ।
তবেই তোমাদের সাথে আবারো ঝাঁপ দেবো; মাঝ সমুদ্রে।
সমুদ্র, আমি আর তোমার কাছে যাই না।
বুকে তোমার বড্ড লোনাজল।
ছিলো সাধ ; খুঁজবো অতল, এখন কেবল
হাত ভেজানো, অভিনয়েই ধন্য,
তবু চোখ হয়ে যায় তোমার নিবাসভূমি।
দুঃখ পেলে মন হয়ে যায় তোমার মতো বন্য।
সূর্য তবু হতেও পারে ম্লান, মন ভোলে না জমাট অভিমান।
চোখ বলেছে সাগর এবার তোমার আবাহন।
মন বলেছে জলটা নাকি একই রকম লোনা,
অনুভূিত একই রকম অতল।
এবার যদি ফিরি নাই-বা থাকুক কিন্তু, যদি, কেন।
তখন আমি, নতুন প্রাণের মিছিলে যাবোই যাবো।
সম্পর্কে পড়ুন: তন্ময় সাহা
1 Comment