নিজেকে যায় না বোঝা শ্রেষ্ঠতম অসময়ে;
সময়ের কঠিন, অমোঘ কবিতা
আমি আজ বুঝব কীভাবে?
একটুও আবৃত্তি না জানলে,
না জানলে মুগ্ধতার কাব্যকলা-
হতে পারা যায় কি প্রেমিক?
দাঁড়ি-কমা, নীরবতা শব্দভেদী,
সেই সাথে থাকে যদি দরদ একটুখানি,
সোনায় সোহাগা সেতো।
দুর্বোধ্য কবিতার প্রেম; অধরা সে। অ-কৌশলে
কি করে চলে অসম সত্তায় এমন বসবাস-
জীবন যখন অন্যরকম! তবু আমি কোনোমতেই
কান্নার কবিতাটা শুনতে চাইছি না।
এছাড়াও দেখুন: মাইকেল হাঁটতেই নেমেছেন
No Comments