কী এক অসুখে মন উচাটন হৃদয়ে গভীর ক্ষত,
গভীর আবেগে ছুঁতে চাই যারে দূরে সে সরেছে তত।
কাঙাল কাঙাল বলে দিয়েছি পরাণ তুলে,
তবু তার সাধ- কেটে দিতে বাদ প্রণয়ী অঙ্গ যত!
কত রূপ ধরো কল্পতরু কত গান জানো তুমি!
কত বিরহের তানে জেতো প্রাণ, তুমি সে পুণ্যভূমি!
আমার আড়াল ভেঙেচুরে করো প্রাণের বাসরে দাসী,
শতরূপে খুঁজে শতবার প্রাণ, দাসী হয়ে ভালোবাসি।
ছিল অপরাধ, ছিল অপবাদ; আমার ছিলাম আমি-
জগতে আমার জেতেনি জীবন; মরণ হয়েছে দামি।
আমার আড়াল কড়াল করেছি ঘোমটায় হবে ঢাকা;
এ নাটক তবু সইবে না কারো, কপালে কপাল রাখা!
ভালোবাসা মানে, ভালো থাকা মানে, আড়ালে আড়াল-
ভালোবাসা মানে, ভালো থাকা মানে, দেয়ালে দেয়াল-
পাখি, ফিঙে আমি, আজ থাকি একা; সকল প্রণয় ভুলে
মরণের আগে ছেড়ে যায় পাখি, দেয়াল ঘোমটা তোলে!
এছাড়াও দেখুন: পিরিতে পরাণে
No Comments