তোকে তোর আকাশটাকে দিলাম; উড়বি।
অনভ্যাসে জড়সড়ো ডানা
বিরাট করে মেলে-
মানার ঘরে না লিখে দে তুই।
কেবল আকাশ কেন?
জলে-স্থলে সবটুকু আজ তোর।
তোরই হবে রাত্রি, দুপুর, আগুনরাঙা ভোর।
তার আগে পাঠ খুব শিখে নিস স্বাধিকারের মানে,
পাখিও জানে মাছও জানে, মানুষ কি তা জানে!
আরো জানুন: ঘ্রাণ
1 Comment