এক ফালি জমি তিনি বেচবেন! বেচবেন ভিটে!
বয়ে নিয়ে ফাইল-তিনি এলেন। ভালো মানুষের
পাশে ছিল সর্বজ্ঞ পন্ডিত। বিক্রেতা
আবেগী বস্তাটা রাখলেন টেবিলের পরে। অগাধ আস্থায়-
‘এই হলো কাগজপত্রগুলো! কী ধারণা বলুন।’
দিস্তা দিস্তা কাগুজে পাহাড় খুলতে খুলতে তিনি বললেন-
‘এই হলো কাগজ। না বললে শুনছি না, ভায়া।’
তখনই সর্বজ্ঞ ডানা মেলে ধরলেন।
‘ বলেন কী! কাগজ এবং পত্র! কারো কোনো ধারণা,
থাকবে না? না-না, এ হয় না, হতে পারে না।
আমারই আছে! অতি স্বচ্ছ ধারণা আছে,
অতি উচ্চ ধারনা আছে।
কী সমস্যা, সমস্যা কোথায়, কী তার ন্যাচার?
খুলে বলুন, খুলে বলুন।’
কিছুক্ষণ নেড়েচেড়ে সর্বজ্ঞ বললেন,
‘হুম্! সকলেই সবকিছু বোঝে না,
সকলেই সবকিছু জানে না। কার আর কী দোষ, বলুন!
এ সকল নস্যিতো নয়। এ সকল মোটেও নস্যি নয়!
হুম! কাগজটা ভালো, মানে উন্নত, কিছু লিগ্যাল,
কিছু এ-ফোর, কিছু ছাপানো, কিছু হাতে লেখা,
কতক নতুন, কিছু পুরাতন আর বেশ কিছু ফটোকপি।
এ কাগজ উত্তম, অতি মনোরম, অতীব সুন্দর!’
এক ফালি জমি তিনি বেচবেন! বেচবেন ভিটে!
বয়ে নিয়ে ফাইল- তিনি এলেন। ভালো মানুষের
পাশে আছে ছিল সর্বজ্ঞ পন্ডিত!
No Comments