যাক, অবশেষে তুমিই নির্ঝঞ্ঝাটে
বিদেহী আত্মার শান্তিটা কামনা করতে পারলে!
অথচ ভাবো,
‘শান্তিতে বাঁচতে’ পারেনি বলেই না পারুলটা ম’লো!
এই এমন একটা দিন
কত্তোকালের চাওয়া ছিল তোমার!
তা বাপু সেও মনে মনে তক্কে তক্কেই ছিল:
কবে তুমি বিদেহী হবে,
কখন সে তোমার আত্মার শান্তি কামনা করবে!
ইস্! সেই আশায় গুড়ে বালি ওর।
যাকগে, যে যাকে-ই শান্তি দিয়ে থাকে থাক-
যাই ঘটুক, এক এপারে পরপারেও একই থাকল!
ব্যস! একেই বলে এক বলে এক উইকেট আউট।
ব্যাক টু দি প্যাভিলিয়ন! যাকগে.
2 Comments