কুড়িয়ে পাইনি তোমায়-
তোমাকে পাইনি দানে বা ভিক্ষায়।
পেয়েছি যৌবনে, তপস্যার যুদ্ধ জিতে একদিন।
তখন আমার জন্য ভাত জন্মেনি,
ক্ষুধা জন্মেছিল,
অবয়ব জন্মেছিল, পরিচয় জন্মেনি তখনো।
ছিল কথা বলবার মতো; কণ্ঠে ছিল না ভাষা।
ভাত, ভাষা, ভালোবাসা কাল ফুঁড়ে একদিন
জন্মাবে জেনো।
সে প্রথম বলেছিল, ‘তুমিও মানুষ।’
যেখানে দাঁড়িয়ে জেনেছি প্রথম,
‘আমাকে মানুষ বলাই শ্রেয়!’
তুমি আমার ভালোবাসার প্রিয় সে স্মারক,
বিজয়ের সেই আদি মঞ্চ।
ভাত দীর্ঘজীবী হোক।
ভাষা দীর্ঘজীবী হোক।
ভালোবাসা দীর্ঘজীবী হোক।
ভীষণ অমর হোক আমাদের পরিণতি।
2 Comments