মানুষকে না বলে দিন; কাটাকাটির বাজারে
পাঁঠাটাকে সামনে এগিয়ে দিয়ে কেউ কেউ বাঁচে।
কাটাকুটি, বিলাপ বা স্বভাবের বশে ঢেউ আসে।
কারো কারো সহানুভূতির সুখে, সুরসুরি দিয়ে যায়
বিবাগী বাতাস।
বাতাস বিবাগী- এগোন কমরেড-
মাঝে মাঝে পাঁঠাটাকে এগিয়ে দিন!
কমরেড, এগিয়ে কোথায় যাবেন?
চারদেয়ালের মাঝে অত বেশি ধাওয়া-পাল্টা ধাওয়া নেই;
উচ্ছেদ আছে, নিধন তো বটেই।
মাঝে মাঝে বিরক্তি, মাঝে মাঝে মাদক, মাঝে মাঝে যুদ্ধ,
কদাচিৎ ধান, গম, যব বা ভুট্টা উৎপাদনেই
বিলাসী উদ্যাপন। এইভাবে
তেলতেলে পথ পিচ্ছিল হতে হতে মরে গেলে গোড়া
যার তার স্বাধীনতা কিনে নেয় তারা।
সর্বভুক কাউকেই ছাড় দেবে না।
চক্রবর্তী সম্রাট মৌর্যগুপ্ত, তার চানক্য পন্ডিত, হায়!
আলোকিত কতশত চানক্য প-িত প্রতিটি রাজসভায়-
এশিয়ার চানক্য, ইউরোপের চানক্য, আমেরিকা,
এন্টার্টিকা, ওশেনিয়ার: অগণিত চানক্য আচানক উপস্থিত আজ।
রাজার শত্রু রাজা, প্রজার শত্রু প্রজা, রাজা প্রজা বন্ধু নন,
প্রজাও ইঁদুর হয়, শত্রুর শত্রু বন্ধু,
বন্ধুর শত্রু বন্ধু, আমাদের শত্রু ক্ষুধা, আমাদের
ভিটে-মাটি লোভী জিহ্বার হাজারো শত্রুর চোখে-
মূলত নজরবন্দি সকলেই।
মূলত কেউই দরদী নন। কুটিল নীতির
এ গল্পটা কবির নয়; মূলত দখলদারের।
যদি জমি নয় হৃদয়ই জিততে চান
কমরেড এগিয়ে যান, কমরেড এগিয়ে যান, মূলত পালান!
আধুনিক চিড়িয়াখানার তুলনায় অনেক কম সঙ
বলেছিল নীতিকথা অতীত সময়ে।
No Comments