নাবালিকা ন্যাপিও কি অন্তর্বাস?
জানতে চেয়েছি; বলল না কেউ!
খুব কম বুকে দেখলাম, কান্নার সমান
উত্তাল শোকের মতো ঢেউ!
অনেকেই বললেন, ‘ভাবি না;
অমন বুক ভাঙা বিরূপ বিলাপী স্রোতে,
সত্যি সত্যি কান্না জলে,
নামি না অযথা!’
এজগতে আর একটু বেশি বিদ্রোহী হয়ে বেঁচে
পাপী হায়নার বিচারক হলেও তো পারতিস!
1 Comment