ভূত বাগানের দিকে যাসনে ভুলেও!
ওইখানে ভূতপ্রেত
ঘন ঝোপ বাঁশে বাসা বেঁধে আছে।
চন্দ্রিমা রাতে ধ্যানরত কবি, প্রেমরত
যুবক-যুবতী, প্রতিবাদী সাহসী কিশোর মরে!
বেছে নিতে অবলা মানব ‘মামদো’ কি
‘স্কন্ধকাটা’, ভূতেদের নাচঘরে নূপুরের ঝড় ওঠে।
বাহবার পয়সাও নাকি পড়ে আজকাল?
‘সেই ঝড়ে মানুষের মরা’ সেই ভালো!
‘ধুঁকে মরা’ মরা দায় থেকে
বেঁচে যাবে বসতের ভিটে!
ভূত হলে তবুওতো থাকে বাঁশঝাড়!
বাঁশঝাড়ে ভূতেরাও মানুষের ছালই ছাঁড়ায়!
সেখানেও হলে ভূত হয় না আপন!
ভূত বাগানের ভাগ
সেখানেও ভূতে এসে দিয়ে যায় না!
1 Comment