শব জুড়ে আবছা আধার।
ভয় নেই! চাইবে না ভালোবাসা আর।
বলবে না কখনো আবার,
‘ন্যায়ত অধিকার দান নয়!’
তুমি কি নিশ্চিত? তুমি কি নিশ্চিত,
শেষ হলো আকণ্ঠ প্রতিবাদ?
তুমি কি নিশ্চিত,
এই শেষ অকুণ্ঠ উচ্চারণ!
ফুঁড়ে মহাকাল, ছিঁড়ে অন্ধকার কালান্তরে
কালজয়ী ফিরে ফিরে আসে।
মৃতেরাও জানে, ‘মহাকাল বীরপ্রসূ মাতা।’
1 Comment