বনলতা কখনই যুদ্ধ যেতেনি; আবারো
জীবনকবি ওর হয়ে যুদ্ধে নেমেছেন।
চাঁদ তার রুটি হয়ে আবারো ঝলসে গেছে।
আবারো ঝলসে গেছে সুকান্ত প্রেম।
কবিতায় কতদূর হেঁটে যাওয়া যায়?
কতদূর হেঁটে গেলে একটা একটা করে
রুটিগুলো ছেড়ে চলে যায়!
সেই শোক ভুলে যেতে হয়তোবা একদিন
বনলতা সেন দিয়েছিল শান্তির ছোঁয়া!
মন আজো সেই লোভে মজে আছে!
তারমানে এই নয় বনলতা হাত ধরে
ফুটপাতে যাবে!
এমন প্রেমের কথা কবিবর লিখে যাননি।
একাল সেকাল কোনকালে কোনো বনলতা
বনে থাকেনি।
সুরঞ্জনার কাছে আবেদন ছিল,
অন্য যুবক যেনো কথাগুলো বলে না ফেলে।
যে যুবক স্বপ্নের ঘোরে চেপে ধরে মুখের কথাও
তার হয়ে ঘাসের বাগানে কবে থেকে
মালি হয়ে আছি!
এরকম হতে হতে কোনো এক শ্লথ বেগ
দূত হয়ে নিয়ে গেলে প্রাণ,
এবারেও প্রেম জেতা হবে না আমার।
1 Comment