ভেসে যাওয়া তুমি-ও ঢুকে পড়ছো অথচ
লবন-চাষীরা এখনো কোন বাঁধ দিচ্ছে না কেন?
অতীত ঢুকে পড়ছে জলোচ্ছ্বাসের স্রোতে…
প্লাবনের জল উবে গেলে
লুফে নিতে লবন চাঙর
ছোট বড় কূপগুলো খোঁড়া আছে মনে, এমনকি
চোখেও!
হায়! এই আসমুদ্র বিস্তৃত অঞ্চল, তাকে ওভাবে ভাসানো,
প্রবল জলোচ্ছ্বাসে-ছাঁকনের নামে
এইসব লবনের চাষ।
No Comments