যারা চরণধূলি নিতে চাচ্ছেন তারা লাইন ধরে দাঁড়ান।
যারা যারা কাঁধে হাত দিতে চান তারা
লাইন ধরে দাঁড়ান।
এমনকি, হত্যায় উদ্যত যারা
সুযোগের অপেক্ষায় আছেন-
লাইন ধরে দাঁড়ান, লাইন ধরে দাঁড়ান, লাইন ধরে দাঁড়ান।
কবিতাকে না পড়েই যারা শুধু কলরব করতে এসেছেন তারা
বাইরে যাবার রাস্তা-বরাবর উল্টোমুখী লাইন ধরে দাঁড়ান।
সচরাচর, পড়ুয়াদের কেউ কোন লাইনে-ই দাঁড়ায় না।
তারা স্থির, নির্বেদ এবং তারাই নির্বাণ পিয়াসী হন।
No Comments