রোদ্দুরে অথবা ছায়ায়: যেকেউ একজন হলেই
আমার অন্তত চলে না।
তোমাকেই চাই,
প্রয়োজন তোমাকে।
কি এক ম্যাজিক জানে রসালো পেঁয়াজ, অনবরত খোলস
ঝেড়ে ফেলে একসময় বেমালুম-ভ্যানিশ!
আমিও তো জানি! খোলস বলে না একে, শল্কপত্র-ই বলে।
জানি, আমি জানি, তোমারও তেমন কোন খোলস-ই নেই!
অদ্ভুত শল্কপত্রে আমি আমার হাত অথবা ঠোঁট
কোনটাই রাখি না:
পাছে! তুমি নাই হয়ে যাও।
No Comments