(১)
চলো তবে মেলে ধরে কয়েকটি বই, পড়া যাক:
পৃষ্ঠা কতক জুড়ে কালো কালো অক্ষরে স্মৃতিকথা যতো!
ভালো আছো, ইরা, ভালো আছো তো?
(২)
জানো ইরা, মানুষের মৃত শরীর হতে
রক্ত: কখনোই গোল হয়ে বের হয় না; ফিনকিও দেয় না-
ধমণী ও শিরায় ছোটে না মৃতদেহের।
(৩)
হায়! কেন যে তখন ঘাসফুল কেনা হলো;
কেনা হলো কতক গোলাপ?
যে যখন ঝরে যাবে যাক!
(৪)
কেন যে তখন কাঁচে একটুখানি-ই চির ধরেছিল,
তারপর কাঁচ কেন ফেটে গেল বরাবর?
(৫)
অথচ, প্রতিটি আসবাব-ঘর খুঁজে খুঁজে
আমি কিছু বৃত্ত ও রেখা-ই পেলাম!
ইরা, বৃত্ত ও রেখায় কী এমন আছে
যেখানে ধাক্কা লেগে পাগুলো-ও কাটা যেতে পারে!
হ্যাঁ, অনেকেই বিন্দুকে খুঁজে পেতে চান!
(৬)
আহ্! এখন কি হালকা-ই লাগছে।
মোটা মানিব্যাগের স্বপ্নে সম্পূর্ণ বিভোর হয়ে
যে সকল সাদা কাগজ মানিব্যাগে ভরে জীবন চলছিল,
ওগুলোকে ফেলে দিতে পেরেছি আমিও।
(৭)
শোন ইরা, সবুজ গালিচায় শুয়ে প্রকৃতপক্ষে ভাসছে যে,
যে পাথর ডোবে না, ভেতরে ভেতরে পোড়ে পুড়ে পুড়ে
ভেসে থাকে: ইরাবতী গো, বস্তুুত সেও বড় একা হয়।
No Comments