বাড়ির ছাদে ট্যাংকির পাশ দিয়ে বটগাছ যখন মাথা তোলে
প্রকৃত অবহেলাটুকু বোঝা যায়।
ঝাড় যত বড় তত বেশি ডালপালা,
অবহেলা ততটাই বেশি।
তেপান্তরের মাঠে
যে রমণীরা বট-পাকুর-অশ্বথ দেখে খুশি হতো,
ইচ্ছে পুরণ সুতো বেঁধে আসতো বাড়ন্ত ডালে:
ছাদে অথবা কার্নিশে এমনকি পুরনো ট্যাংকির পাশেও
গজানো বটগাছ দেখে তারাই-বা কী বলবে?
অথচ ওরকম দেখেও কেটে দিতে মায়া হয় গো!
বট সমান্তরালে শত বছরের পুরাতন বাড়ি!
চকচকে সবুজ অথবা টিয়ে রঙা কচি পাতায়
বোঝা যায় জীবনের আভা,
বাড়িটা-তো ফ্যাকাশে খয়েরী!
No Comments