প্রণয় মাত্রেই প্রেমিকার অস্তিত্ব যেন থাকবেই!
মুখ্যত দ্বিতীয় কোন ব্যাঞ্জন ছাড়া স্বাদগ্রন্থি কখনোই বলেনি,
‘স্বাদমতো সঠিক লবন’
যুক্ত-ই ছিল’ অথচ চামড়া বলছিল, ‘জ্বলছে!’
অতএব ক্ষত ছিল, নিশ্চিত।
এরকম ভাষাও তো ‘শিহরণ’; ওতে কোন প্রেয়সী কি, লাগে?
জেনে যাও,‘আলিঙ্গন ছাড়াও সুখ আছে’,
জেনে যাও, ‘যে সকল সুখ নিয়ে কথা হচ্ছিল আমাদের…’
জেনে যাও, ‘যে সকল লালসাদের লালন করার কথা ছিল…’
: অতখানি উত্তাপ পেলে বরফ যদি বা গলে,
বাতাস আরও বেশী উদ্বায়ী হয়।
No Comments